মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন হল তাজহাট রাজবাড়ী। তাজহাট রাজবাড়ী রংপুর শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণ- পূর্বে অবস্থিত। এই রাজবাড়িতে বর্তমানে প্রাসাদের ভেতরে একটি জাদুঘর আছে । খাজা আহসানুল্লাহ নামক একজন প্রভাবশালী জমিদার দ্বারা তাজহাট জমিদার বাড়ি নির্মিত হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে ।শুনা যায় জমিদারের যে মুকুটটি ছিল সেটি ছিল রত্নখচিত, যার জন্য ওই রাজার মুকুট কে তাজ হিসেবে গণ্য করা হতো; যা থেকে তাজহাট নামটি এসেছে বলে আমরা জানি। প্রাসাদটি একটি দ্বিতল ভবন এবং ছোট টিলার উপর নির্মিত। প্রাসাদের দেওয়ালে দেখতে পাওয়া যায় পোড়ামাটির কারুকাজ এবং বিস্তীর্ণভাবে অঙ্কিত খোদাই।। মূলত ইট এবং কাঠ দ্বারা এই প্রাসাদটি নির্মিত। সমনের কেন্দ্রে সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি প্রশস্ত সিঁড়ি বেয়ে মূল জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। প্রসাদের ভিতরে সর্বমোট ২২ টি কক্ষ রয়েছে। ১৮৮৪ থেকে ১৮৯১ সাল পর্যন্ত রাজবাড়ীটি রংপুর হাইকোর্ট হিসেবে ব্যবহৃত হতো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস